শ্রীলংকায় বোমা হামলায় হাতাহতের সংখ্যা বাড়ছে
  2019-04-21 16:44:39  cri

এপ্রিল ২১: আজ (রোববার) শ্রীলংকার রাজধানী কলম্বোর বেশ কয়েকটি গির্জা ও হোটেলে ধারাবাহিক বোমা হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যম হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানায়, এতে কমপক্ষে ৭০জন নিহত এবং আরও ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। শ্রীলংকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে জানা গেছে, আহতের মধ্যে চারজন চীনা নাগরিকও রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, ধারাবাহিক বোমা হামলায় ১৩৮জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও চার শতাধিক লোক। হাসপাতাল পক্ষ জানায়, নিহতের মধ্যে নয়জন বিদেশিও রয়েছেন। আহতদের সংখ্যা অনেক বেশি হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, চারজন চীনা নাগরিক বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বোমা হামলার পর আকস্মিক ঘটনা মোকাবিলার ব্যবস্থা নিয়েছে শ্রীলংকায় নিযুক্ত চীনের দূতাবাস।

লঙ্কান পুলিশ জানায়, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে চলাকালীন রাজধানী কলম্বোর কোচচিকেদে সেন্ট অ্যান্থনি চার্চ, কাতুভপটিয়ায় সেন্ট সেবাস্টিয়ান্স চার্চ ও বাতিকালোয়ার একটি চার্চে বোমা বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ আরও জানায়, কলম্বোর সাংগ্রি-লা হোটেল, সিনামোন গ্র্যান্ড কলম্বো হোটেল ও কিংসবারি হোটেলেও বোমা হামলা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040