সিরিয়া-রাশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত
  2019-04-21 16:33:06  cri
এপ্রিল ২১: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল (শনিবার) দামেস্ক সফররত রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভের সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাতে দু'পক্ষ প্রধানত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং এর আগে স্বাক্ষরিত জ্বালানি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষাতে রাশিয়া স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন ও বাধাগুলো যাচাই করেছে। বোরিসোভ বলেন, রাশিয়া অব্যাহতভাবে সিরিয়াকে সমর্থন দিয়ে যাবে।

বোরিসোভ এদিন সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেমের সঙ্গেও সাক্ষাত করেন। দ্বিপক্ষীয় আর্থিক সম্পর্ক উন্নয়ন এবং দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে একমত হন তাঁরা।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040