'নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' সমাপ্ত
  2019-04-21 16:32:13  cri

এপ্রিল ২১: গতকাল (শনিবার) সন্ধ্যায় চায়না মিডিয়া গ্রুপ এবং বেইজিং সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত 'নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' শেষ হয়েছে।

উত্সবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। ডেনমার্কের চলচ্চিত্র 'অ্যা ফরচুনেট ম্যান' সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। লাজলো নেমেস 'সানসেট' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান। গ্রিসের অভিনেতা আরিস সের্ভেতালিস 'দ্য ওয়েইটার' চলচ্চিত্রে চমত্কার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন। পাশাপাশি, ইরানের ফোরুগ গাজাবেগলিও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। চীনের চলচ্চিত্র 'দ্য ওয়ান্ডারিং আর্থ' শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্ট ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।

চলতি বছর নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। 'নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' 'বাসা-দেশ' প্রতিপাদ্য সামনে রেখে চীন ও বিদেশের চলচ্চিত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করেছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040