চীনের শিক্ষার্থীদের বৈশাখ বরণ
  2019-04-20 17:21:09  cri

গত ১৯ এপ্রিল বাংলা নববর্ষকে নেচে-গেয়ে স্বাগত জানায় চীনের তরুণ-তরুণীরা। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সেদিন চীনের ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক কান লুথিং, ইয়ে ছিয়ান ইউয়ান, শান্তা মারিয়া এবং শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করেন। চীনা শিক্ষার্থীদের কণ্ঠে 'এসো হে বৈশাখ' এবং 'পুরানো সেই দিনের কথা' শীর্ষক রবীন্দ্রসংগীত দর্শকদের প্রশংসা কুড়ায়। বাংলা লোকসংগীত 'আজি বাহার করিয়া'র সঙ্গে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানে বাংলা নববর্ষ নিয়ে কথা বলেন শান্তা মারিয়া ও কান লুথিং।

অনুষ্ঠানে বাংলা বিভাগের পাশাপাশি উর্দু, নেপালি, সিংহলি, পশতু, হিন্দি ও তামিল ভাষা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য মেহেদির নকশা আঁকার আয়োজন ছিল উল্লেখ করার মতো। অনুষ্ঠানশেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

1  2  3  4  5  6  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040