'ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইইউ'র নীতির পরিবর্তন হবে না'
  2019-04-20 16:17:00  cri
এপ্রিল ২০: ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ম্যারি লুইস ইউভানোভিচ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র প্রতিনিধি হিউগ ইউগুস মিনগারেলি গতকাল (শুক্রবার) কিয়েভে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে যে-ই নির্বাচিত হোন না কেন, দেশটিকে যুক্তরাষ্ট্র ও ইইউ সমর্থন দিয়ে যাবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইইউ'র নীতির কোনো পরিবর্তন হবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন তত্ত্বাবধান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্কালে ইউভানোভিচ আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রথমে ইউক্রেনের সশস্ত্র সংঘাত এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে।

মিনগারেলি বলেন, ইইউ'র ইউক্রেননীতিতে পরিবর্তন ঘটবে না। ইইউ ইউক্রেনের আধুনিকায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। (শুয়েই/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040