সুরের ধারায়: লিন ছাও ইয়াং এবং তার গান
  2019-04-19 19:37:03  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমানা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজকে বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার ঝড়ো হাওয়ার মতো...মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সংগীত উপভোগ করি। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা।

সুপ্রিয় বন্ধুরা, আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আপনাদের গায়িকা তিং ওয়েই এবং তার স্বামী তিং ছাও ইয়াংয়ের কয়েকটি গান শোনাবো।

আমার প্রিয় গায়িকা তিং ওয়েই কথা আগের অনুষ্ঠানে বলেছিলাম। শ্রোতারা হয়তো জানেন, তিং ওয়েই খুব প্রতিভাবান গায়িকা ও সুরকার। কিন্তু তার স্বামী বেহালাবাদক লিন ছাও ইয়াংয়ের সঙ্গে যৌথভাবে রচিত সংগীত ও গানগুলোই আসলে সবচেয়ে সুন্দর। তারা একসাথে ৩০টিরও বেশি টিভি সিরিয়ালের জন্য সুর ও গান রচনা করেছেন। আজকের অনুষ্ঠানে দু'টি টিভি নাটক 'রেন চিয়ান জেং তাও শি ছাং সাং'-এর জন্য রচিত গানগুলো আপনাদের শোনাবো।

(সংগীত ১, ফেং শিয়ান-সমর্পণ করা)

প্রথম যে সংগীত শুনছেন তার নাম হলো ফেং শিয়ান অর্থাত্ সমর্পণ করা। এ সংগীতে লিন ছাও ইয়াংয়ের বাজানো বেহালা যেন মানুষের মন ছুঁয়ে যেতে পারে।

(সংগীত ২, ইয়ুং বিয়ে-আর দেখা হবে না)

এখন যে সংগীত শুনছেন তা হলো ইয়ুং পিয়ে অর্থাত আর দেখা হবে না। এ সংগীতটি খুব দুঃখের। শুনুন সংগীতটি।

(সংগীত ৩, কৌ হুও পিয়ান অর্থাত কুটোর আগুনের পাশে)

এ গানটি শুনলে মনে হয়, দু'জন কুটোর আগুনের পাশে বসে নিচু গলায় গল্প করছে। দু'জনের ঘনিষ্ঠতা এ নরম সুরের মাধ্যমে বোঝা যায়। শুনুন সংগীতটি।

(সংগীত ৪, হোং স্য ত্য ছিং কান অর্থাত, লাল রংয়ের ভালোবাসা)

চীনে লাল রংয়ের একটি বিশেষ অর্থ আছে তা হলো দেশপ্রেমের অনুভূতি। চীনের জাতীয় পতাকার রং লাল। হাজার হাজার বীর নিজের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে। তাই তাদের রক্ত পতাকাকে রঙিন করে তুলেছে। দেশের কাছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত যুবক-যুবতীদের অনুভূতি এ সংগীতে প্রতিফলিত হয়েছে।

(সংগীত ৫, বীর)

এ সংগীত ধীর ও গম্ভীর ধরনের। বিপ্লবের জন্য অসংখ্য বীর নিজের জীবন উত্সর্গ করেছে। তাদের কথা আমাদের মনে রাখতে হবে, তাদের জন্য আমাদের গান রচিত হবে।

(সংগীত ৬, ভালোবাসা ও ঘৃণা)

'ভালোবাসা ও ঘৃণা' হলো তিং ওয়েই এবং গায়ক শা পাও লিংয়ের একসাথে গাওয়া গান। এ গানটি টিভি নাটক 'আমাদের বিয়ে'-এর জন্য রচিত হয়। শুনুন গানটি।

(সংগীত ৭, ইউয়ান উ ছুয়ু অর্থাত ওয়ালজ)

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে তিং ওয়েই-এর আরেকটি সংগীত শোনাবো। ওয়ালজ হচ্ছে ইউরোপের এক ধরনের সামাজিক যোগাযোগের সংগীত। নারী পুরুষ এ সংগীতের তালে একসাথে নাচে। শুনুন তিং ওয়েই ও লিন ছাও ইয়াংয়ের রচিত ওয়ালজ।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040