ইয়াংসি নদীর উয়ান চৌ ফাই লৌ সেতুটি চীনের ছোংছিং শহরের চতুর্থ ইয়াংসি নদীর সেতু। এই সেতুটি 'তিন গিরিখাত' অঞ্চলের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর স্প্যান ৭৩০ মিটার আর এর মোট দৈর্ঘ্য ২১২০ মিটার, প্রস্থ ৩৬ মিটার। এতে ৬টি লেন আছে এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারে। ৫ বছর ধরে এর নির্মাণকাজ চলছে। আগামী মে মাসে কাজ শেষ হবে। সেতুটি চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।




(তুহিনা/তৌহিদ)






