সানশা শহরের ইয়ংশিং দ্বীপে সমুদ্রের পানি লবণমুক্তকরণ কারখানা স্থাপন
  2019-04-18 11:24:25  cri

এপ্রিল ১৮: দক্ষিণ চীন সাগরে অবস্থিত সানশা শহরটি ছোট-বড় আকারের অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। এখানে ২০১৬ সালের অক্টোবরে সমুদ্রের পানি লবণমুক্তকরণ কারখানা স্থাপন করে পানীয় জলের চাহিদা পূরণ করা হচ্ছে।

 

ইয়ংশিং দ্বীপটি শহরের বৃহত্তম ও মত্স্যনির্ভর অন্যতম দ্বীপ। অতীতে স্থানীয়রা ভূগর্ভস্থ জল আর বৃষ্টির পানি সংগ্রহ করে খাবার পানির চাহিদা পূরণ করত। তবে ভূগর্ভস্থ পানিতে লবণের পরিমাণ ছিল বেশি। তাতে শুধু গোসল আর কাপড় ধোয়া যেত। ২০১২ সালের ১০ নভেম্বর ইয়ংশিং দ্বীপে পানি সরবরাহ প্রকল্প চালু হয়। এরপর ২০১৬ সালে সমুদ্রের পানি নির্লবণীকরণ কারখানা চালু হয়। এতে দ্বীপবাসীর পানির সমস্যা দূর হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040