বেইজিংয়ে '২০১৯ নেপালি পর্যটনমেলা' শুরু
  2019-04-18 11:20:55  cri
এপ্রিল ১৮: গতকাল (বুধবার) বেইজিংয়ের নেপালি দূতাবাসে '২০১৯ নেপালি পর্যটনমেলা' শুরু হয়েছে।

চীনে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত লিলা মানি পাউদেল এক অভিনন্দনবার্তায় বলেন, নেপালে প্রচুর পর্যটন সম্পদ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভ্রমণকারী চীনা পর্যটকের সংখ্যা দ্রুত বেড়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে আয়োজিত নেপালবিষয়ক অনুষ্ঠানে দেশীয় পর্যটন সম্পদ তুলে ধরা হয়েছে। নতুন বছর 'নেপাল পর্যটন বর্ষের' উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

নেপালি পর্যটন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধা শ্রেষ্ঠা বলেন, চীনা পর্যটকদের আকর্ষণে 'বিনামূল্যে ল্যান্ডিং ভিসা' ব্যবস্থা চালু হয়েছে, চীনা ভাষার গাইডের প্রশিক্ষণের পাশাপাশি চীনের ৫টি শহরে সরাসরি বিমান যোগাযোগও চালু করেছে নেপাল। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীনের সঙ্গে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ।

উল্লেখ্য, ২০১৮ সালে নেপালে চীনা পর্যটকের সংখ্যা ২০১৭ সালের তুলনায় ৬.৭ শতাংশ বৃদ্ধি পায়।

(সুবর্ণা/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040