সুরের ধারায়---সমুদ্রের গান
  2019-04-18 10:49:59  cri



'আমি শুধু চাই বসন্তকালের ফুল ফোটার সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে'- কথাটি চীনের বিখ্যাত কবি হাই চি'র কবিতা 'সমুদ্র দেখা, বসন্তকালে ফুল ফোটা'-এর একটি বিখ্যাত কথা। হাই চি নামের অর্থ 'সমুদ্রের সন্তান'। তাঁর এই কবিতাটি সুখী জীবনের কল্পনা ও প্রত্যাশা এবং সমুদ্রের প্রতি আকুল আকাঙ্ক্ষা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে সমুদ্র সম্পর্কিত কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে এই কবিতা অনুসারে রচিত গান 'সমুদ্র দেখা, বসন্তকালে ফুল ফোটা' শুনবো।

চীনে সমুদ্রের কথা উল্লেখ করলে হাই চি'র কবিতার কথা সবাই ভাবে। তার কবিতা বছরের পর বছর ধরে চীনে জনপ্রিয়। এটি সুখী জীবনের প্রতীকে পরিণত হয়েছে। তা ছাড়া সমুদ্র নিজেই তো আশার প্রতীক। বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে লোকদের মনে অনেক সম্ভাবনা ও আশা দেখা দেয়। এটাই হয়তো প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশের মানুষের সমুদ্র অনুসন্ধানের কারণ। বন্ধুরা, সমুদ্রের কাছে আপনার চাওয়া কি? এখন শুনুন চীনা গান 'ভাসমান মেঘ'।

বছরের পর বছর অনুসন্ধানের পরও সমুদ্র রহস্যময় রয়ে গেছে। মানুষ সোনার প্রযুক্তি দিয়ে মাছ খোঁজা ও সমুদ্রতল থেকে পেট্রোলিয়াম তুলে এনেছে। তারপরও সমুদ্রের মধ্যে অনেক অজানা বিষয় রয়েছে। হয়তো এজন্যই সমুদ্র নিয়ে অসংখ্য পৌরাণিক কাহিনী ও গল্প প্রচলিত হয়েছে। চীনে সমুদ্র সম্পর্কে একটি বিখ্যাত বই আছে; এর নাম শান হাই চিং। এতে বিভিন্ন অদ্ভুত কিংবদন্তি উল্লেখ আছে। এটি পরবর্তীতে চীনের কিছু সাহিত্য ও সংস্কৃতির উত্স।

চীনে সমুদ্র নিয়ে একটি বিখ্যাত অদ্ভুত ও রোমান্টিক কিংবদন্তি আছে। এতে বলা হয়, উত্তরে 'পেই মিং' নামে গভীর সমুদ্রের মধ্যে একটি বড় মাছ আছে, তার নাম 'খুন'। খুন হাজার বছর ধরে বেঁচে আছে। এটি এতই বড় যে মাছটি হাজার কিলোমিটার লম্বা। যখন সে দক্ষিণাঞ্চলের সমুদ্রে যায়, তখন তার পাখা গজায় ও বড় পাখির রূপ ধরে আকাশ দিয়ে উড়ে যায়। প্রাচীনকালে চীনারা মনে করত- এই বিশাল প্রাণী মহান উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এই কিংবদন্তিটি অদ্ভুত কিন্তু রোমান্টিক, চীনের অসংখ্য কবিতা, গল্প, চলচ্চিত্রে এ প্রাণীটি অনুপ্রেরণা দিয়েছে। বন্ধুরা, এখন এই কিংবদন্তি অনুসারে রচিত একটি সুন্দর গান 'বড় মাছ' শুনবো।

সুন্দর সমুদ্র থাকলে পর্যটন স্থানও জনপ্রিয় হয়। যেমন মালদ্বীপ, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট, হাওয়াই ইতোমধ্যে সারা বিশ্বের পর্যটকের কাছে জনপ্রিয় হয়েছে। পরিষ্কার সমুদ্রে ডাইভিং করা, বা সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি করা, ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সুন্দর দৃশ্য উপভোগ করা সত্যি খুব আনন্দদায়ক ব্যাপার। তবে, সমুদ্রসৈকতে শুধু বসে থাকলেও ভালো লাগে।

বন্ধুরা, এখন শুনুন একটি হালকা ও সুন্দর গান 'সমুদ্র দেখা'।

সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দে মানুষের মন ভালো হয়। দুঃখ, চাপ, অনিদ্রায় সমস্যায় ভোগা মানুষের জন্য সমুদ্রের ঢেউয়ের শব্দ এক ধরনের থেরাপি। বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের বিখ্যাত গায়িকা চাং হুই মেই'র অনেক জনপ্রিয় একটি গান—'সমুদ্র শোনা'। গানটি প্রকাশের ২০ বছরে অনেক পুরস্কার পেয়েছে ও এখনও বেশ জনপ্রিয়।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা সমুদ্র নিয়ে চীনের আরও একটি জনপ্রিয় গান 'Coral Sea' শুনবো। আশা করি গান থেকে সমুদ্রের প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040