"দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে" অংশ নেবেন পাক প্রধানমন্ত্রী
  2019-04-18 10:41:08  cri
এপ্রিল ১৮: বেইজিংয়ে অনুষ্ঠেয় "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে" অংশ নিতে চীন সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরকালে দু'পক্ষ ধারাবাহিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবে। গতকাল (বুধবার) পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং এসব কথা জানান।

এদিন তিনি ইসলামাবাদে 'চীন-পাক অর্থনৈতিক করিডোর—আঞ্চলিক অর্থনীতি বৃদ্ধি ও স্থিতিশীলতার সম্ভাবনা' শীর্ষক নতুন বইয়ের 'মোড়ক উন্মোচন' অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক চালিকাশক্তি, আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে চীন-পাক অর্থনৈতিক করিডোর। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে এই করিডোরের পরবর্তী পর্যায়ের উন্নয়ন নিয়ে মতবিনিময় করবে দু'পক্ষ। পাশাপাশি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলসেচ, দারিদ্র্যমোচন ও জনসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী তিন বছরে পাক শিক্ষার্থীদের ২০ হাজার বৃত্তির সুযোগ দেবে চীন সরকার।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040