ঐতিহাসিক মুজিব নগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
  2019-04-17 18:33:25  cri
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এ দিনে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলায় গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক দিনটি।

এ উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বুধবার ভোরে মেহেরপুরের মুজিবনগরে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তলনের পর মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতি মণ্ডলির সদস্য আমীর হোসেন আমু, মন্ত্রিসভা সদস্য ও সিনিয়র নেতারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040