সুরের ধারায়- জিন জি উন
  2019-04-17 15:20:54  cri


জিন জি উন, ১৯৮২ সালের ১২ জুলাই চীনের জিলিন শহরের জিলিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি জিলিন ইউনিভার্সিটি অব আর্টস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের বিখ্যাত গায়ক এবং সুরকার।

২০০২ সাল থেকে জিন জি উন সঙ্গীত রচনা শুরু করেন। ২০০৩ সালে সুর রচনার ক্ষেত্রে পা রেখেন।

২০০৬ সালে জিন জি উন 'ইকিউ' আর্টস সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তিনি চলচ্চিত্র 'তোমাকে ভালোবাসি'র জন্য সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করেন। এর সঙ্গে তিনি এই চলচ্চিত্রের থিমসং 'তোমাকে ভালোবাসি' গেয়েছেন। একই বছর তিনি অলিম্পিক গেমসের জন্য 'ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ড্রিম' নামে গানটি রচনা করেন এবং এই গান অলিম্পিক গেমস গান প্রতিযোগিতার স্বর্ণ পুরস্কার লাভ করে।

২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি জিন জি উন ষষ্ঠ এশিয়া শীত্কালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে এই অলিম্পিক গেমসের থিমসং 'এশিয়ার তারকা' পরিবেশন করেন। একই বছরের অগাস্ট মাসে তার প্রথম অ্যালবাম 'ভাই সিয়াও উন' প্রকাশিত হয়।

২০০৮ সালের সেপ্টেম্বর মাসে চীনের হুনান টেলিভিশন 'স্ট্রিকটলি কাম ড্যানসিং' অনুষ্ঠান আয়োজন করে। জিন জি উন এই অনুষ্ঠানের জন্য থিম সং রচনা করেন।

২০০৯ সালের ৬ মার্চ জিন জি উনের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসাহীনের চেয়ে ভালোবাসা আরো একাকীত্বে ভরা' রিলিজ হয়। ২০১০ সালের ২৭ মে তার তৃতীয় অ্যালবাম 'থুমেন নদীর ১ নং' প্রকাশিত হয়।

২০১২ সালের জুলাই মাসে জিন জি উন চীনের চেচিয়াং টেলিভিশনের সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান 'ভয়েস অব চায়না' তে যোগ দেন। তিনি চীনের বিখ্যাত গায়িকা লিউ রো ইং-এর গান 'ভালোবাসার জন্য উন্মত্ত' গেয়ে সবার কাছে পরিচিত হন। তিনি এই গান নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রবেশ করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি 'ভয়েস অব চায়না'-এর চতুর্থ পুরস্কার পান।

২০১২ সালের শেষ দিকে জিন জি উন বিয়ে করেন এবং বিশেষ করে স্ত্রীর জন্য 'আমরা বিয়ে করবো' গানটি রচনা করেন। এই গানও তার প্রতিনিধিত্বকারী গানের অন্যতম।

২০১৩ সালে জিন জি উন 'এভারগ্রিন মিউজিক' কোম্পানিতে যোগ দেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তার নতুন গান 'পুরোনো বন্ধু', 'সাহায্য লাগবে না' এবং 'বিউটিফুল লাইট' রিলিজ হয়।

২০১৩ সালের ৩ ডিসেম্বর চীনের ছেং তু শহরে তার তৃতীয় অ্যালবাম 'স্বাপ্ন‌ -বাসা' প্রকাশিত হয়।

২০১৬ সালের ২৬ এপ্রিল, যুক্তরাষ্ট্রের গ্র্যামি সঙ্গীত দল জিন জি উনের জন্য বিশেষভাবে 《Racheal》নামে গানটি রচনা করে এবং এমটিভি তৈরি করে। তাও জিন জি উনের আন্তর্জাতিক সঙ্গীত মহলে প্রবেশের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক জিন জি উনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040