পেই লুন নদীর দ্বিতীয় সেতু—আন্তর্জাতিক সাগর ও স্থল বাণিজ্য যোগাযোগের নতুন চ্যানেল
  2019-04-17 14:25:20  cri
চীনের কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের তোং সিং শহর আসিয়ানের সঙ্গে স্থলে ও সাগরে সংযুক্ত হওয়া চীনের একমাত্র শহর, যা ভিয়েতনামের উত্তরাঞ্চলের শহর মোংকাই নদীর দু'পাশে অবস্থিত। এ দুটি শহর সংযোগকারী সেতু—পেই লুন নদীর দ্বিতীয় সেতু ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

এই সেতু চালু হওয়ায় পেই লুন নদীর প্রথম সেতুতে চাপ অনেক কমেছে। এ সেতু চীন-ভিয়েতনাম সীমান্তপার অর্থনৈতিক সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠা জোরদার করবে এবং চীন ও ভিয়েতনাম, এমনকি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগে বড় ভূমিকা পালন করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040