mp3
|
আকাশ: বন্ধুরা, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত ইতালি, মোনাকো ও ফ্রান্স সফর করেন। চলতি বছর এটাই প্রেসিডেন্ট সি'র প্রথম বিদেশ সফর। এ সফর ইতালি, মোনাকো ও ফ্রান্সের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ। এ ছাড়া ক্রীড়া ক্ষেত্রের সহযোগিতা ও উন্নয়নেও এ সফর গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে আমরা এ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?
টুটুল:
ইতালির ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সিএমজি'র সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষর
মার্চ ২৫: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ১৪ মার্চ ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সার্বিক কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিয়োং এবং ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্যাব্রিয়েল গ্রাভিনা রোমে এই স্মারক স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ফুটবল সংস্কৃতি ও প্রযুক্তি চীনে জনপ্রিয় করে তোলা হবে, চীনের ক্রীড়া বাজারের সঙ্গে ইতালি ফুটবলের সমন্বয়ের কাজ করবে এবং ফুটবল-সংক্রান্ত নানা প্রশিক্ষণের ব্যবস্থা করবে, ফুটবল খাতে ডিজিটাল সহযোগিতা চালাবে এবং দু'দেশের ফুটবল অনুরাগী ও দলের বিনিময়ের প্ল্যাটফর্ম সৃষ্টি করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে গ্রাভিনা বলেন, চীনের প্রেসিডেন্টের ইতালি সফর নিয়ে এমন একটি চুক্তি স্বাক্ষর করা খুব উদ্দীপনাময়। তিনি মনে করেন, ক্রীড়া ও সংস্কৃতি নতুন সুযোগ বয়ে এনেছে। ফলে চীন ও ইতালির সংলাপ আরও জোরালো হবে। এবারের সহযোগিতাকে কাজে লাগিয়ে দু'দেশ এবং দু'দেশের জনগণের ব্যবধান আরও কাছাকাছি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে শেন হাই সিয়োং জোর দিয়ে বলেন, ফুটবল খাতে এ সহযোগিতা দু'দেশের বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সিএমজি চীনের ফুটবল শিল্পের আন্তর্জাতিক সহযোগিতায় সমর্থন দেবে বলেও জোর দেন তিনি।
আকাশ: বন্ধুরা, আমরা এখন ফুটবল খাতে চীন ও মোনাকোর সহযোগিতা জোরদার করা সম্পর্কে একটি বিশেষ সাক্ষাত্কার শুনবো, কেমন?
টুটুল: চীনের তরুণদেরকে তাঁদের ফুটবল স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে মোনাকো ফুটবল ক্লাব
মার্চ ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২১ থেকে ২৬ পর্যন্ত ইতালি, মোনাকো ও ফ্রান্স সফর করবেন। সম্প্রতি মোনাকোর ফুটবল ক্লাব-এএস মোনাকোর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রধান জর্জ ফেস্তেটিক্স চীন আন্তর্জাতিক বেতারকে এক সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের উপর মোনাকোর বিভিন্ন মহলের অনেক প্রত্যাশা আছে। এ বারের এ সফর দু'দেশের বাণিজ্য, খেলাধুলাসহ বিভিন্ন খাতের সহযোগিতায় নতুন সুযোগ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।
মোনাকো ফ্রান্সের দক্ষিণপূর্বে অবস্থিত। মোনাকো ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনেক ইতিহাস রয়েছে। মোনাকোর প্রিন্স আলবার্ট দ্বিতীয় ১০ বার চীন সফর করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে, প্রিন্স আলবার্ট দ্বিতীয় বেইজিংয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠক শেষে একটা এএস মোনাকোর ৬ নম্বর জার্সি প্রেসিডেন্ট সি'কে উপহার দেন। জর্জ ফেস্তেটিক্স জানান, এ ৬ নম্বর জার্সির বিশেষ অর্থ আছে। চীন ও মোনাকোর বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট সি'র এবারের সফর সম্পর্কে তিনি বলেন, 'প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রিন্স আলবার্ট দ্বিতীয়'র অনেক ইস্যুতে অভিন্ন উদ্বেগ আছে। যেমন জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি এবং এর মধ্যে অবশ্যই ফুটবল অন্তর্ভুক্ত। কারণ তাঁরা দুজনেই ফুটবল ভক্ত। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মোনাকো সফর নিয়ে আমরা গর্বিত। এই সফর দু'দেশের সহযোগিতার বিশাল একটা সুযোগ বয়ে আনবে। দু'দেশের বাণিজ্য, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রের সহযোগিতাও জোরদার হবে'।
সাম্প্রতিক সময়ে মোনাকোর ফুটবল ক্লাব-এএস মোনাকো চীনের বাজারের উপর অনেক গুরুত্ব দেয়। তারা চীনের সাথে যোগাযোগ জোরদার করে চীনে সহযোগী অংশীদার খুঁজছে। এ পর্যন্ত চীনা ভাষার ওয়েবসাইট নির্মাণ করাসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এএস-মোনাকো চীনা ভক্তদের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছে এবং চীনের প্রভাবও বাড়ানোর চেষ্টা করছে।
কাজের জন্য সাম্প্রতিক ৬ বছরে জর্জ ফেস্তেটিক্স চীনে প্রায় ২০ বার সফর করেন। চীনের সহযোগী অংশীদার এবং ভক্তদের সাথে আরো সুষ্ঠুভাবে যোগাযোগের জন্য তিনি দু'বছর আগে চীনা ভাষা শিখতে শুরু করেন।
তিনি বলেন, চীনা ভাষা হচ্ছে একটি মনোমুগ্ধকর ভাষা। চীন হচ্ছে প্রাচীন সভ্যতার একটি দেশ। দুই হাজার বছর আগে চীনে ফুটবল আবিষ্কৃত হয়। একটি ফুটবল ক্লাবের কর্মী চীনের সাথে যোগাযোগ জোরদার করতে চান, আমি ভাবছি চীনা ভাষা হচ্ছে একটি প্রয়োজনীয় দক্ষতা। এর পাশাপাশি, চীনা ভাষা শেখার ভিত্তিতে, সত্যিকার অর্থে চীনা সংস্কৃতি বুঝতে আরো অনেক প্রচেষ্টা ও শিক্ষা লাগবে। যখন লোকজন বুঝতে পারবে, চীনারা কি বলতে চায়, কিভাবে চীনা অক্ষর লিখতে হয়, কিভাবে চীনা ভাষা বলতে হয়, এটা একটা মজার ব্যাপার।
ফ্রান্সের পাশের একটি ছোট দেশ হিসেবে, মোনাকো অনেক আগেই ফরাসি ফুটবল লিগে অংশগ্রহণ করে এবং ফরাসি চ্যাম্পিয়ন লিগ ফুটবল-ওয়ানে ৯ বার এবং ফরাসি কাপে ৫ বার চ্যাম্পিয়ন হয়।
বেঞ্জামিন মেন্ডি, কিলিয়ান এমবাপ্পেসহ অনেক বিখ্যাত ফুটবল তারকা মোনাকো থেকে এসেছেন। এত ভালো রেকর্ডের কারণ হচ্ছে মোনাকোর ফুটবল ক্লাবের তরুণ ঐতিহ্যবাহী প্রশিক্ষণ। ফেস্তেটিক্স জানান, মোনাকোর ফুটবল ক্লাব চীনের সাথে খেলোয়াড়দের প্রশিক্ষণের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং চীনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণে আগ্রহী। ভবিষ্যতে, মোনাকোর ফুটবল ক্লাব আরো ব্যবস্থা নিয়ে চীনের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ করতে চেষ্টা করবে।
আকাশ: তিনি বলেন, আমাদের চীনা প্রকল্পের পরিকল্পনায় তিনটি দিক অন্তর্ভুক্ত। প্রথমত, জনগণকে ফুটবলে উত্সাহিত করা, যাতে বিভিন্ন বয়সের, বিভিন্ন পটভূমির দর্শক আনন্দ উপভোগ করতে পারে। দ্বিতীয়ত, অভিজাত খেলোয়াড়দের প্রশিক্ষণ জোরদার করা, অর্থাত্, তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ পদ্ধতি জোরদার করা। তৃতীয়ত, সার্বিকভাবে ফুটবল প্রশিক্ষণের মান উন্নত করা।
এছাড়া, ফুটবল কোচদেরকে সাহায্য করা, যাতে তারা নিজের অসুবিধা মোকাবিলা করে অব্যাহতভাবে অগ্রগতি অর্জন করতে পারেন।
আমি বিশ্বাস করি, মোনাকো ফুটবল ক্লাব ফুটবলের মাধ্যমে জনগণের দূরত্ব কমিয়ে আনবে এবং চীনের তরুণদেরকে সাহায্য করবে, যাতে তারা তাদের ফুটবলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।
আকাশ: আমি এ তথ্য শুনে অনেক খুশি হয়েছি। চীনের ফুটবলের উপর চীনা ফুটবল ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। ভাই, তোমার মতামত কি?
টুটুল:
আকাশ: ভাই, আমি জানি, তুমিও একজন ফুটবল ভক্ত। আমার একটি বড় দু:খ হচ্ছে বাংলাদেশে থাকার সময় আমি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখি নি। বাংলাদেশের ফুটবল দলের অবস্থা এখন কেমন?
টুটুল:
আকাশ: বাংলাদেশের ফুটবল লিগের ব্যবস্থা কেমন?
টুটুল:
আকাশ: বাংলাদেশের তরুণ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের সাথে শেয়ার করতে পারবে?
টুটুল:
আকাশ: তোমার নিজের বা তোমার বন্ধুদের ফুটবল সম্পর্কে একটি গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবে?
টুটুল: