চীনের 'লাল বাহিনীর' লাংমার্চের প্রথম সেতু
  2019-04-16 13:29:00  cri

এপ্রিল ১৬: চীনের চিয়াংসি প্রদেশের রুইচিন শহরের ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উইয়াং গ্রামটি ঐতিহ্যিক বিপ্লবী গ্রামের মধ্যে অন্যতম। ১৯৩৪ সালে চীনের 'লাল বাহিনীর' লাংমার্চ যাত্রা শুরু হয়। তখন উইয়াং গ্রামের প্রশস্ত মিয়ানচিয়াং নদী পারাপারের সময় গ্রামবাসীরা কাঠ, দরজা ও নিজেদের শরীর দিয়ে সেতু বানিয়ে লাল বাহিনীকে নদী পার হতে সহায়তা করেন। এটিই লাংমার্চের প্রথম সেতু হিসেবে বেশ বিখ্যাত হয়ে আছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040