২০১৯ "চীন--প্যাসিফিক দ্বীপ দেশ পর্যটন বছর" উদ্বোধন
  2019-04-16 10:28:32  cri
গত ১ এপ্রিল "চীন— প্যাসিফিক দ্বীপ পর্যটন বছর" সামোয়ার রাজধানী অ্যাপিয়ায় উদ্বোধন হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দন জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতারাও উদ্বোধনী অনুষ্ঠানে অভিনন্দনবাণী জানান। আশা করা হচ্ছে, পর্যটন বছরের সুযোগে চীনের সঙ্গে বিনিময় বিস্তৃত হবে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলো নিজেদের সমৃদ্ধি ও উন্নয়ন এগিয়ে নেবে।

পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠানে, চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী লুও শুকাং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বার্তা পড়েন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কুক দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী হেনরি পুনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বার্তার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন, চলতি বছর চীন ও দ্বীপ রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীরতর হবে। তিনি বলেন,

"যদি আমরা পর্যটন বছর ভালোভাবে করতে চাই এবং নিজ নিজ দেশের জনগণকে আরও সুবিধা দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই চীনের মতো প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক সমস্যা পার হয়ে এসেছি। চীনের সঙ্গে নতুন ধরনের সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া এই সন্ধ্যায় শুরু হোক। বিশ্বের সবচেয়ে বড় পর্যটন উৎস দেশ এবং বিশ্বের ক্ষুদ্রতম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে মজবুত সহযোগিতার প্রত্যাশা করি আমরা!"

পর্যটন বছরের প্রস্তুতির জন্য, ১৯টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পর্যটন সংস্থা চীন সরকারের সঙ্গে বিভিন্ন সহযোগিতা শুরু করেছে।

সামোয়ার পর্যটন ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস সোনিয়া সাংবাদিকদের এক সাক্ষাত্কারে বলেন, সামোয়া নিয়মিত চীনে লোক পাঠাবে, যাতে চীনের পছন্দ বোঝা যায়।

অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের মতো সামোয়ার নীল আকাশ ও অসংখ্য আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে। এটি বিশ্বের প্রথম সূর্যোদয় দর্শনের দেশ।

তবে, চীনের সঙ্গে দীর্ঘ দূরত্ব এবং চীনা বাজারে প্রচারের অভাবে ২০১৮ সালে মাত্র ৩ হাজার চীনা পর্যটক সেখানে গিয়েছিল। যা দ্বীপ দেশটির মোট পর্যটকের ৫ শতাংশ।

চীন সরকারের প্রস্তাবিত পর্যটন বছরের জন্য ধন্যবাদ জানান তিনি। কারণ, সামোয়াতে চীনা পর্যটক প্রবেশের অনেক সুযোগ আছে। তিনি চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগে স্বাগত জানান। এটা পারস্পরিক বোঝাপড়ার একটি দরজা খুলে দেবে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পর্যটন বছর তাদের স্থানীয় রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসার জন্য সুযোগ বয়ে এনেছে। একদিকে, এটি স্থানীয় কর্মসংস্থান বাড়াবে; অন্যদিকে, এটি সামোয়ার মানুষের কাছে চীনকে তুলে ধরবে। পাশাপাশি, চীনা পর্যটকরা সামোয়া সম্পর্কে আরও জানতে পারবে।

সমোয়ার পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চীনা পর্যটন গাইডের একটি দল "ফ্রেন্ডস" গানটি পরিবেশন করেন এবং আশা করেন যে, তারা নতুন নতুন আরও চীনা বন্ধু তৈরি করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040