
এপ্রিল ১৫: চীনের হাইনান প্রদেশের সানশা শহরের গণ-হাসপাতালটি শহরের 'ইয়ুংসিং' দ্বীপের বেইজিং রাস্তায় অবস্থিত। হাসপাতালটি ছোট হলেও ভেতরের অবস্থা স্বয়ংসম্পূর্ণ। হাসপাতালটি ২০১৩ সালে চালু হয়। এটি দ্বীপের সামরিক পুলিশ ও স্থানীয় অধিবাসীদের দ্রুত ও উচ্চ মানের চিকিত্সাসেবা দিচ্ছে।
জানা গেছে, বর্তমানে হাসপাতালে ৯ জন চিকিত্সক রয়েছেন। পাশাপাশি, আরও রয়েছেন হাইনান চিকিত্সা কলেজের প্রথম হাসপাতালের চিকিত্সাদলের ৮ জন। হাসপাতালে সাধারণ চিকিত্সা বিভাগ, সার্জিকাল বিভাগ, নারী, শিশু ও ইমেজিং বিভাগ, চীনা চিকিত্সা বিভাগ প্রভৃতি রয়েছে। পাশাপাশি, অত্যাধুনিক নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, সিটি স্ক্যান মেশিন, এক্সরে যন্ত্র ও টাইপ-বি আলট্রাসোনোসহ বিভিন্ন চিকিত্সা সরঞ্জামও রয়েছে। স্থানীয়রা দ্বীপেই আধুনিক চিকিত্সাসেবা লাভ করেন।
উল্লেখ্য, সানশা শহরের গণস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের দায়িত্ব পালন করছে সানশা গণ-হাসপাতাল। দক্ষিণ চীন সাগরের বিভিন্ন উপদ্বীপপুঞ্জে চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণও দেয় হাসপাতালটি।
(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)






