ফিলিস্তিনে শপথ নিল নতুন সরকার
  2019-04-14 14:27:31  cri

এপ্রিল ১৪: ফিলিস্তিনের ফাতাহ'র কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মেদ ইশতায়ের নেতৃত্বে গঠিত নতুন সরকার গতকাল (শনিবার) জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে শপথগ্রহণ করেছে। নতুন সরকারের অধিকাংশ সদস্যই ফাতাহ'র সদস্য।

এদিকে, হামাস একই দিন প্রকাশিত এক বিবৃতিতে নতুন সরকারকে 'অবৈধ' বলে আখ্যায়িত করেছে এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নতুন সরকার গঠন অভ্যন্তরীণ বিবাদ বাড়াবে। দেশের নাজুক পরিস্থিতি সামাল দিতে একটি জাতীয় সরকার গঠন করা উচিত।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি তত্কালীন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ পদত্যাগ করেন। আর গত ১০ মার্চ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইশতায়েকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040