সন্ত্রাসদমন প্রশ্নে যুক্তরাষ্ট্র-রাশিয়া সহযোগিতা পুনরায় শুরু হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  2019-04-14 14:23:47  cri

এপ্রিল ১৪: সন্ত্রাসদমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের সহযোগিতা পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি গতকাল (শনিবার) রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষার নীতিসংক্রান্ত কমিটির সভায় এ তথ্য জানান।

তিনি আরও জানান, বর্তমানে দু'দেশ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা চালাচ্ছে। সন্ত্রাসদমনসংক্রান্ত সংলাপও চলছে। সিরিয়ায় দু'দেশের মধ্যে সামরিক খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তা ছাড়া, দু'দেশ সিরিয়া সমস্যা সমাধানে সংলাপ চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান ও কোরীয় উপদ্বীপ নিয়েও মতবিনিময় চলছে। পাশাপাশি, মহাকাশে দু'দেশের মধ্যে সহযোগিতার সম্পর্কও বিদ্যমান আছে।

ভেনেজুয়েলার পরিস্থিতি সম্পর্কে লাভরভ বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040