বিশ্বে বাণিজ্যিক বিরোধ বৃদ্ধির আশঙ্কা জাপানি অর্থমন্ত্রীর
  2019-04-13 16:54:20  cri
এপ্রিল ১৩: বিশ্বব্যাপী যখন অর্থনীতির প্রবৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে, তখন বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য-বিরোধ ক্রমশ বাড়ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের উচিত সতর্ক হওয়া। জাপানের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসো গতকাল (শুক্রবার) জি-টোয়েন্টি'র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, জি-টোয়েন্টি'র সদস্যদেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠক করেছেন। তাঁরা মনে করেন, শক্তিশালী, টেকসই, ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো বিকল্প নেই।

তারো আসো আরও বলেন, উত্তেজনাময় বাণিজ্য পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি, সদস্যদের উচিত ব্রেক্সিটসহ বিভিন্ন অনিশ্চয়তার বিরুদ্ধে সতর্ক হওয়া। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040