শর্তসাপেক্ষে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তৃতীয় বৈঠকে বসতে রাজি কিম জং-উন
  2019-04-13 15:54:42  cri

এপ্রিল ১৩: মার্কিন দৃষ্টিভঙ্গি সঠিক হলে এবং একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৃতীয় বৈঠকে রাজি আছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। কোরীয় কেন্দ্রীয় বার্তাসংস্থা জানায়, উত্তর কোরিয়ার চতুদর্শ সর্বোচ্চ গণসম্মেলনের প্রথম অধিবেশনে কিম জং-উন এমন ইঙ্গিত দেন।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বৈঠকের কথা বার বার বলছে। কিন্তু হ্যানয়ের মতো বৈঠক করার ইচ্ছা বা আগ্রহ উত্তর কোরিয়ার নেই। উত্তর কোরিয়া সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র শুধু নিজের দাবি উত্তর কোরিয়ার ওপরে চাপিয়ে দিতে চায়। এতে রাজি হতে পারে না উত্তর কোরিয়া।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি সিঙ্গাপুরে স্বাক্ষরিত যৌথ বিবৃতির মূলনীতির বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন, উত্তর কোরিয়াকে প্রতিপক্ষ ধরে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ পরীক্ষা এবং সামরিক মহড়া চালানো। এসব পদক্ষেপ উত্তর কোরিয়া মেনে নিতে পারে না।

উল্লেখ্য, সিঙ্গাপুরে প্রথম ও হ্যানয়ে দ্বিতীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরের বৈঠক মোটামুটি সফল হলেও, হ্যানয় বৈঠক ব্যর্থ হয়। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040