অষ্টাদশ 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতার বাংলাদেশ অংশ অনুষ্ঠিত
  2019-04-13 15:49:20  cri

এপ্রিল ১৩: অষ্টাদশ 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতার বাংলাদেশ অংশ গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলার সুন ইয়ান, বাংলদেশ-চীন বাণিজ্য সমিতির প্রেসিডেন্ট লিন ওয়েই ছিয়াং, বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির উপ-মহাসচিব তিং থিয়ান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ দুই শতাধিক অতিথি এবারের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং চুও এ উপলক্ষ্যে পাঠানো এক অভিনন্দনবাণীতে বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং কনফুসিয়াস ক্লাসরুম ইতোমধ্যে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক ও ভাষাগত আদানপ্রদানের একটি প্রতীকে পরিণত হয়েছে। 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা চীনা ভাষা ও সংস্কৃতিকে সরাসরি অনুভব করতে পারে।

কালচারাল কাউন্সিলার সুন ইয়ান সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতায় জেতা বা হারা বড় কথা নয়। অংশগ্রহণকারী সবাই চ্যাম্পিয়ন। পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষাগুলোর একটি চীনা ভাষা। এটা আয়ত্ত করা মানে ভবিষ্যতের আরেকটি জানালা খুলে যাওয়া। এতে জীবন আরো বৈচিত্র্যময় হয়ে উঠবে এবং আরো বেশি সুযোগ সৃষ্টি হবে।

প্রতিযোগিতায় নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের ছাত্র শাহেদ হোসেইন চ্যাম্পিয়ন হন। সিআরআই-শান্ত মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্রী মারিয়া সুলতানা মিলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজিউন নাহার কানন ও সোহেল হোসেইন আলাদাভাবে পুরষ্কার পেয়েছেন। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040