'আমি সবসময় তোমাকে ভালোবাসি'
  2019-04-13 13:11:21  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের বিখ্যাত কন্ঠশিল্পী লি চিয়ান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তিনি ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বরে হেলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পরিবার একটি সাহিত্যিক পরিবার। তিনি ছোটবেলায় অপেরা শেখেন। আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে তাঁর কন্ঠে 'বৈকাল হ্রদ' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। লি চিয়ান গানটিতে সুর দিয়েছেন ও কথা লিখেছেন। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'বৈকাল হ্রদ' গানটি। ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টু প্রকৃতির। জুনিয়র স্কুলে তার গিটার বাজানোয় বেশ আগ্রহ ছিল। ১৯৯৪ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'কিংবদন্তি' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। লি চিয়ান গানের কথা লিখেছেন। চীনের একাধিক বিখ্যাত কন্ঠশিল্পী গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ানের কন্ঠে 'কিংবদন্তি' গানটি। ১৯৮৫ সালে তিনি গিটার শেখা শুরু করেন। ১৯৯৩ সালে হাইস্কুলে পড়ার সময় তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়টির সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সমুদ্র, আমার জন্মস্থান' শীর্ষক গান শোনাবো। এটি চীনের একটি পুরাতন আমলের গান। গানটি ১৯৮২ সালে রিলিজ হয়। গানটি প্রথম গেয়েছিলেন চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী চু মিং ইং। গানে মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি ভালবাসা প্রকাশ পেয়েছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'সমুদ্র, আমার জন্মস্থান' গানটি। ১৯৯৮ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চীনের জাতীয় বেতার ও টেলিভিশন ব্যুরোর ওয়েবসাইটে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি চাকরি ছেড়ে শুরু করেন সংগীতে মনপ্রাণ ঢেলে দেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যখন বৃদ্ধ হবে' শীর্ষক গান শোনাবো। বন্ধুরা, পৃথিবীতে একমাত্র মা-বাবাই আমাদেরকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসেন। তাদের এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই, নেই কোনো কৃত্রিমতা। তাঁরা কখনো আমাদের ত্যাগ করেন না এবং তাদের শত কষ্টের মাঝেও তাঁরা আমাদের সুখী দেখতে চান। আমরাও আমাদের মা-বাবাকে ভালোবাসি। কিন্তু জীবনের হাজার রকমের ব্যস্ততা আমাদেরকে তাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখে। তাই এই ব্যস্ততার মাঝেও যখনই সময় পাবেন, ছুটে যাবেন নিজের মা-বাবার কাছে। কারণ, আপনার মা-বাবা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন। গানের কথাগুলো আসলে আইসল্যান্ডের বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটসের (William Butler Yeats) লেখা কবিতা। চীনের বিখ্যাত সংগীত-প্রযোজক চাও চাও গানটির সুর করেছেন। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ানের কন্ঠে 'যখন বৃদ্ধ হবে' নামের গান। ২০০১ সালে তিনি অন্য একজন কন্ঠশিল্পী লু কেং স্যু'র সঙ্গে একটি গ্রুপ গড়ে তোলেন। একই বছরের সেপ্টেম্বরে দু'জন প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর দুই বছরে গ্রুপটি চীনের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। কিন্তু ২০০২ সালে গ্রুপটি ভেঙ্গে যায়। ২০০৩ সালে লি চিয়ান নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পিতা' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ানের কন্ঠে 'পিতা' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'আমি কখন তোমাকে ভালোবেসেছি' শীর্ষক গান শোনাবো। গানটি লি চিয়ান'র প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়, যা ২০০৩ সালে প্রকাশিত হয়। গানের কথা হল: 'তোমাকে ভুলে যাওয়া অনেক কঠিন। এত সময় কেটে গেছে...তোমাকে পুনরায় দেখি, তুমি আগের মতো সুন্দর। তোমাকে দেখলে আমি কোনো কথা বলতে পারি না। তোমাকে শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু দু:খ পাবে মনে হলে ভয় পাই। তুমি জানো কি, আমি কখন তোমাকে ভালোবেসেছি? আমি তোমাকে জানাইনি। স্মৃতির আগুন আমাকে জ্বালাচ্ছে। আমি তোমাকে আহত করতে চাই না। তুমি জানো কি, আমি তোমাকে কখন ভালবাসি? আমি দূর থেকে তোমাকে দেখতে পারি। বহু বছর কেটে গেছে... আমি স্বপ্নে কান্না করেছি। বাতাসে আমি অবিরত খুঁজি। আমি তোমাকে ভুলে যেতে চাই না। আজীবন থাকবো তোমার।' আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040