'নবম চীন-মার্কিন উচ্চ পর্যায়ের আর্থ-বাণিজ্যিক আলোচনা' অনুষ্ঠিত
  2019-04-12 18:08:44  cri
এপ্রিল ১২: 'নবম চীন-মার্কিন উচ্চ পর্যায়ের আর্থ-বাণিজ্যিক আলোচনা' অনুষ্ঠিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, আলোচনার পর প্রতিনিধিরা টেলিফোনে অসম্পন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন।

কাও ফেং বলেন, পরবর্তী ধাপে উভয় পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্যিক দল বিভিন্নভাবে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। তারা দুই রাষ্ট্রের শীর্ষনেতাদ্বয়ের গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নের জন্যও কাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নবম চীন-মার্কিন উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় দু'পক্ষ মেধাস্বত্ব রক্ষা, প্রযুক্তি বিনিময়, শুল্কমুক্ত ব্যবস্থা, সেবা, কৃষি, বাণিজ্য ভারসাম্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে এবং নতুন অগ্রগতি লাভ করেছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040