সুদানে তিন মাসের জরুরি অবস্থা জারি
  2019-04-12 18:07:20  cri

এপ্রিল ১২: সুদানের প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ গতকাল (বৃহস্পতিবার) দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন। এক টেলিভিশন ভাষণে তিনি দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার কথা ঘোষণা করেন।

ইবনে আউফ বলেন, দেশে সামরিক কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল দু'বছর মেয়াদের এক অন্তর্বর্তী শাসন পরিচালনা করবে এবং তারপর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী এ সময়ে সংবিধান স্থগিতের ঘোষণাও দেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040