চীনের সঙ্গে গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত প্রেসিডেন্ট
  2019-04-12 15:48:23  cri
বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস গতকাল (বৃহস্পতিবার) তাঁর প্রথমবারের প্রেস ব্রিফিং আয়োজন করেন। এতে চীনের সঙ্গে গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। তিনি মনে করেন, চীনের দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে ভাগাভাগি করার মত যোগ্য। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

এবারের প্রেস ব্রিফিং হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডেভিড ম্যালপাসের প্রথমবারের সাংবাদিক সম্মেলন। সম্মেলনে তিনি বলেন, দারিদ্র্যবিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা দিতে বিশ্ব ব্যাংকের স্পষ্ট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক সমাজের উচিত সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় চরম দরিদ্র লোকজনের জমে থাকা বিষয়ের উপর গুরুত্বারোপ করা। এ সম্পর্কে তিনি বলেন

'বৈশ্বিক এক সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, চরম দরিদ্র লোকজনের সংখ্যা ইতোমধ্যেই কমে দাঁড়িয়েছে ৭০ কোটিতে। তবে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় চরম দরিদ্র লোকসংখ্যা বাড়ছে। ২০৩০ সাল পর্যন্ত, বৈশ্বিক চরম দরিদ্র লোকজনের ৯০ শতাংশই থাকবে আফ্রিকায়। যাদের অর্ধেক দুর্বল ও সংঘর্ষপ্রাপ্ত পরিবেশে জীবনযাপন করবেন। এই প্রেক্ষাপটে শীঘ্রই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সমাজের প্রতি অনুরোধ জানানো জরুরি'।

এ বছরের ৬ ফেব্রুয়ারি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন জিম ইয়োং কিম। বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ম্যালপাসকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ মার্চ বিশ্ব ব্যাংকের একমাত্র প্রার্থী হিসেবে ম্যালপাসের নাম ঘোষণা করে বিশ্ব ব্যাংক। ৫ এপ্রিল বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁকে অনুমোদন দেয় বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী পরিচালকমণ্ডলী। এর কার্যমেয়াদ ৫ বছর।

এবারের প্রেস ব্রিফিংয়ে চীনের অর্থনৈতিক উন্নয়নের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন ম্যালপাস। তিনি চীনের সঙ্গে গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন। এ সম্পর্কে তিনি বলেন,

'চীনের সঙ্গে গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় রয়েছি। কয়েক দশক বছর আগে বিশ্ব ব্যাংকের সঙ্গে চীনের সম্পর্ক শুরু হয়। এই কয়েক দশক বছরে চীনে বিশাল পরিবর্তন ঘটেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চীন আরও শক্তিশালী হয়ে উঠেছে। চীনের সঙ্গে গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করে বিশ্ব ব্যাংক'।

তিনি বলেন, দারিদ্র্যবিমোচন ও যৌথ সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার খাতে বিশ্ব ব্যাংক ও চীনের যৌথ লক্ষ্য রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন

'একটি ব্যাপার উল্লেখ করতে চাই, আমরা সবাই মনে করি দারিদ্র্যবিমোচন ও যৌথ সমৃদ্ধিকে এগিয়ে নেয়া হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য। এটিও বিভিন্ন দেশের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপার'।

তিনি আরো বলেন, চীনের সঙ্গে সহযোগিতা চালাতে চায় বিশ্ব ব্যাংক। সেই সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের গুণগত মান এবং এর সাহায্যে সংশ্লিষ্ট দেশগুলোর কল্যাণ কীভাবে বয়ে আনা যায় সেসব বিষয়সহ অন্য বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক বিশ্ব ব্যাংক। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040