দুব্রোভনিকে চীন ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2019-04-12 11:27:26  cri
এপ্রিল ১২: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এবং চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী লি বলেন, চলতি বছর চীন ও চেক প্রজাতন্ত্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী। চেকের সাথে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করে বিভিন্ন বিনিময় জোরদার করতে ইচ্ছুক বেইজিং। দু'দেশের সহযোগিতার ৭০ বছরের ঐতিহ্য রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা ও মানদণ্ড অনুযায়ী দক্ষ চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে চেকের অবকাঠামো নির্মাণে অংশগ্রহণে সমর্থন করে চীন। দু'দেশের শিল্প-প্রতিষ্ঠানের পরস্পরের দেশে পুঁজি বিনিয়োগে সমান ও ন্যায়সঙ্গত ব্যবসা পরিবেশ গড়ে তোলা হবে বলে আশা করেন লি।

বাবিস বলেন, দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে যাচ্ছে। চেকে চীনা শিল্প-প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগকে তিনি স্বাগত জানান। এছাড়া, অবকাঠামো নির্মাণ ও জ্বালানি সম্পদসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার হবে বলে আশা করেন তিনি।

তিনি আরো বলেন, দু'দেশের সংস্কৃতি, পর্যটন ও মানব বিনিময় সম্প্রসারণ করা হবে। '১৬ প্লাস ১' কাঠামোতে দু'দেশের সহযোগিতা জোরদার করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আরো বেশি অবদান রাখার প্রত্যাশা করেন তিনি। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040