ব্রেক্সিটের সময় পার্লামেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করে: থেরেসা মে
  2019-04-12 10:54:40  cri

এপ্রিল ১২: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল (বৃহস্পতিবার) পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে বলেছেন, ব্রেক্সিটের সময় এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ব্রিটেন অংশগ্রহণ করবে কীনা তা ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি সংশ্লিষ্ট চুক্তি পার্লামেন্টে দ্রুত অনুমোদিত হয় তাহলে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ব্রিটেন।

ইউরোপীয় ইউনিয়নের বিশেষ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পর গতকাল (বৃহস্পতিবার) ভোরে লন্ডনে ফিরে আসেন থেরেসা মে এবং এদিন বিকেলে ব্রেক্সিটের সময় পিছিয়ে দেয়া সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত হাউস অব কমনসের কাছে জানান। যদিও ব্রেক্সিট মেয়াদ বাড়ানোর বিষয় নিয়ে ইইউ'র সদস্য দেশের মধ্যে মতভেদ ছিল তবে ব্রিটেনের গুরুত্বপূর্ণ দাবি অনুমোদন দেয় ইইউ, তা হল ব্রেক্সিটের সময়সীমা বাড়ানো। তার মানে যদি ২২ মে'র আগে চুক্তি পাস করা হয় তাহলে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে না ব্রিটেন এবং পয়লা জুন থেকে আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে যাবে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040