পরদুব্রোভনিকে চীন ও স্লোভেনিয়া প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2019-04-12 10:53:37  cri

এপ্রিল ১২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে চীন–মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের (১৬+১) নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মার্জান সারেকের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও স্লোভেনিয়া গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। দু'দেশের সম্পর্ক ও সহযোগিতা সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নীত হচ্ছে। চীন 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব স্লোভেনিয়ার উন্নয়ন কৌশলের সঙ্গে যুক্ত করে বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রের সহযোগিতা গভীর করতে ইচ্ছুক।

সারেক বলেন, 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণ ও ১৬+১ সহযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাঁর দেশ। চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ওষুধসহ নানা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারিত করতে চায় স্লোভেনিয়া। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040