সানশা শহরে পরিবেশবান্ধব কেন্দ্র চালু
  2019-04-11 17:18:07  cri

এপ্রিল ১১: দক্ষিণ চীন সাগরের বৃহত্তম দ্বীপ ইয়োংশির একটি শহর সানশা। স্থানীয় প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং শহরের টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার 'সানশা ইয়োংশিং পরিবেশবান্ধব কেন্দ্র' স্থাপন করেছে।

এ শহরটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি দেশের সর্ব দক্ষিণের জেলা পর্যায়ের একটি শহর। ইয়োংশি দ্বীপে সানশা শহরের আয়তন প্রায় ২.৬ বর্গকিলোমিটার। দ্বীপে জীবন ও উত্পাদন দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব ইস্যুটি দিন দিন সবার দৃষ্টি আকর্ষণ করছে। পরিবেশবান্ধব কেন্দ্র আবর্জনা ধ্বংস, বর্জ্য ও পানি পরিশোধন এবং ডিস্যালিনেশন—এই তিনটি ভূমিকা পালন করে থাকে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040