ইয়াং চিয়ে ছি'র সঙ্গে ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু ও পাকিস্তানের কূটনৈতিক সচিবের সাক্ষাত্
  2019-04-11 16:35:50  cri

এপ্রিল ১১: গতকাল (বুধবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ইয়াং চিয়ে ছি'র সঙ্গে আলাদাভাবে সাক্ষাত্ করেন যুক্তরাজ্যের ডিউক প্রিন্স অ্যান্ড্রু ও পাকিস্তানের কূটনৈতিক সচিব তামিনা।

প্রিন্স অ্যান্ড্রুকে ইয়াং চিয়ে ছি বলেন, দু'পক্ষের উচিত দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা, চীন-ব্রিটেন সম্পর্কের 'সুবর্ণ যুগ' কাজে লাগিয়ে ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে নেওয়া এবং চীন-ব্রিটেন সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা।

ডিউক প্রিন্স অ্যান্ড্রু বলেন, ব্রিটিশ রাজ পরিবার দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিময় এবং সহযোগিতা প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতে ইচ্ছুক।

কূটনৈতিক সচিব তামিনার সঙ্গে সাক্ষাতে ইয়াং চিয়ে ছি বলেন, দু'পক্ষের উচিত দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা, উচ্চ পর্যায়ের বিনিময়ের গতি বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানো এবং যৌথভাবে চীন-পাক অর্থনৈতিক করিডোরের কাজ এগিয়ে নেওয়া।

কূটনৈতিক সচিব তামিনা বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়নে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে পাকিস্তান। চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর নির্মাণের গতি বাড়ানো এবং চীন-পাক সম্পর্কের ক্রমাগত উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক পাকিস্তান।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040