ক্রোয়েশিয়ার স্পিকার ও চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2019-04-11 14:04:09  cri
এপ্রিল ১১: স্থানীয় সময় গতকাল (বুধবার) সকালে জাগরেবে সংসদ ভবনে ক্রোয়েশিয়ার স্পিকার গোর্ডান জানদ্রোকোভিক চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সাথে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে লি বলেন, চীন ও ক্রোয়েশিয়া দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ দেশ। দু'দেশ পারস্পরিক স্বার্থকে সম্মান করার ভিত্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করা, সাংস্কৃতিক বিনিময় জোরদার করা ও ক্রীড়াসহ পরস্পরের কাছ থেকে অভিজ্ঞতা শিখতে ইচ্ছুক, যাতে দু'পক্ষের জনগণের মৈত্রী গভীরতর করা ও পারস্পরকি উপকারিতা ও অভিন্ন স্বার্থ অর্জন করা যায়।

লি আরো বলেন, দু'দেশের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ, সংসদ পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক বেইজিং।

জানদ্রোকোভিক বলেন, প্রধানমন্ত্রী লি'র সফর মৈত্রী ও সহযোগিতার যাত্রা। ক্রোয়েশিয়ার উন্নয়ন ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশীদার ও বন্ধু চীন। তাঁর দেশ 'এক চীন নীতি' অনুসরণ করে চীনের সঙ্গে বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040