সুরের ধারায়---চীনা গায়ক চিয়ান হোং ই
  2019-04-11 11:11:12  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন প্রতিভাবান গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন চিয়ান হোং ই। তিনি ১৩ বছর বয়স থেকে গান লেখা শুরু করেন এবং এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গান লিখেছেন। সংগীত প্রযোজক হিসেবে বিখ্যাত চিয়ানের গানের গলাও কিন্তু খুব সুন্দর! আজকের অনুষ্ঠানে আমরা চিয়ান হোং ই'র কিছু সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে চিয়ান হোং ই রচিত বর্তমান চীনের খুবই জনপ্রিয় একটি গান 'পু রান' শুনব। গানটি ২০১৯ সালের শুরুতে চীনের সবচেয়ে জনপ্রিয় গান এবং চীনের ইন্টারনেটে ২.১ বিলিয়ন ভিউয়ের রেকর্ড সৃষ্টি করেছে। এখন গানটি শোনা যাক।

চিয়ান হোং ই ১৯৮৬ সালে চীনের হুনান প্রদেশের ছাং ত্য শহরের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় সংগীতের প্রতি চিয়ান হোং ই'র আগ্রহ দেখা যায়। বাবা মা'র প্রভাবে ছোট থেকেই তিনি বাদ্যযন্ত্র বাজাতে শিখেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি তার প্রথম গান 'ভালোবাসার স্কুল' রচনা করেন। এই গানটি চীনের হংকংয়ের বিখ্যাত গায়ক ছেন হুই লিনের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, এখন চিয়ান হোং ই রচিত গান 'ভালোবাসার স্কুল' শুনবো।

গান রচনা শিখার জন্য চিয়ান হোং ই তাইওয়ান গিয়ে বিখ্যাত সংগীত প্রযোজক থু হুই ইউয়ানের কাছে ৩ বছর থাকেন। এসময় তিনি বিভিন্ন জনপ্রিয় গায়কের জন্য অ্যালবাম তৈরি কাজ করেন এবং তাদের জন্য গান রচনা করেন।

২০০৪ সালে চিয়ান হোং ই শাংহাইয়ের টিভিতে এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এটিই ছিল সবার সামনে তার প্রথম গান পরিবেশনা। তিনি সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এই প্রতিযোগিতার পর চীনের জনপ্রিয় গায়ক চৌ ছুয়ান সিয়ং তাকে নিজের শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেন।

মঞ্চের পেছন থেকে উঠে আসার পর চিয়ান হোং ই বিভিন্ন সংগীত অনুষ্ঠানে অংশ নেন এবং গায়ক হিসেবে পরিচিতি পান। একই সঙ্গে তিনিও ব্যাপকভাবে অন্যান্য গায়ক, অনুষ্ঠান, নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা অব্যাহত রাখেন এবং উচ্চ মান বজায় রাখেন।

চিয়ান হোং ই নিজস্ব গানের পাশাপাশি অন্য শিল্পীর গানও গেয়েছেন। তার বিশেষ ধরণের কণ্ঠ আছে, আর পুরানো গানে তিনি নতুন সুর আরোপ করেন। এতে অন্য গায়কের গান হলেও তাতে চিয়ান হোং ই'র বিশেষ সংগীতশৈলী শোনা যায়। সহজ সুরের মাধ্যমে মানুষকে মুগ্ধ করার দক্ষতা আছে তার। গানের কথা ও আবেদন তার কণ্ঠের সঙ্গে সঙ্গে দর্শকের মনে পৌঁছে যায়। তিনি এসব গান ইন্টারনেটে প্রকাশ করেন এবং তা অনেক জনপ্রিয়তা পায়।

অন্যের জন্য অনেক গান রচনার পর ২০১৬ সালে চিয়ান হোং ই নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম 'Mr. Tree'। চিয়ান হোং ই'র গান খুব ভালো হলেও তিনি আসলে ততটা জনপ্রিয় নন। তবে সেদিকে তার খেয়াল নেই। চিয়ান হোং ই বলেন, এই অ্যালবাম 'Mr. Tree' নামকরণের কারণ, তিনি যেন একটি গাছ, যা হয়তো ফুল মতো সুন্দর নয়। তবে আরও ভালো গান করার জন্য চেষ্টা করবেন তিনি।

চিয়ান হোং ই একটি রেডিও অনুষ্ঠান 'সহজ এফএম' পরিচালনা করেন। অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১০টায় প্রচারিত হয়। তিনি দর্শকদের একটি গল্প বলেন এবং সুন্দর গান শোনান। এই সহজ রেডিও অনুষ্ঠান তার নাম ও চিয়ান হোং ই'র সংগীত ধারণার চেতনা তুলে ধরে। তিনি সংগীতের মাধ্যমে ব্যস্ত জীবনযাপনকারী লোকদের কিছু শান্তি ও সান্ত্বনা দেন।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা 'সহজ এফএমে' চিয়ান হোং ই'র গাওয়া একটি সুন্দর গান 'প্রেমের গান' শুনবো। আশা করি তার গান আপনারা পছন্দ করবেন।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040