সিআরআই অনলাইনের 'এক অঞ্চল, এক পথ'" আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা
  2019-04-11 10:26:48  cri

এপ্রিল ১০: চায়না মিডিয়া গ্রুপ সিআরআই অনলাইনের উদ্যোগে আয়োজিত 'এক অঞ্চল, এক পথ'" আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার গতকাল (বুধবার) ঘোষণা করা হয়েছে।

বেলারুশ, লাওস, মিয়ানমার, তুরস্ক ও চীনের অংশগ্রহণকারীর দশটি(গ্রুপ) আলোকচিত্র 'শীর্ষ পুরস্কার' লাভ করে। আরো ১৩টি দেশের অংশগ্রহণকারীর ১০০টি(গ্রুপ) আলোকচিত্র 'সান্ত্বনা পুরস্কার' পেয়েছে।

এবারের প্রতিযোগিতার এক মাসব্যাপী আলোকচিত্র সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি শুরু হয়। এক মাস সময়ে 'এক অঞ্চল, এক পথ' সম্পর্কিত ৪৭টি দেশ ও অঞ্চলের ১১৫০০টি(গ্রুপ) ছবি পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে অনেক আবেগপূর্ণ এবং মনোমুগ্ধকর আলোকচিত্রও পাওয়া গেছে।

প্রতিযোগিতায় অনলাইনে বিশ্বের নেটব্যবহারকারীরা নিজের প্রিয় ছবির জন্য ভোট দেন। এতে সাড় সাত লাখ লোক ভোট দেন। এর মধ্যে 'সামুদ্রিক রেশমপথের দৃশ্য' আড়াই লাখ ভোট পেয়ে 'সবচেয়ে জনপ্রিয়' পুরস্কার লাভ করে। আপনারা http://www.cri.cn/withyou/photos তে ক্লিক করে পুরস্কারের তথ্য পেতে পারেন।

আপনারা লক্ষ্য করুন: এবারের এ পুরস্কার ঘোষণা হল সিআরআই অনলাইনের উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফলের ঘোষণা। আমাদের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত "আপনার ক্যামেরায় 'এক অঞ্চল, এক পথ'" আলোকচিত্র প্রতিযোগিতার সংগ্রহ ৩১ মে পর্যন্তই চলবে। আপনাদের ছবি পাঠাতে স্বাগত জানাই।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040