চীন ও ইউরোপের মধ্যে কল্যাণকর সহযোগিতা বাড়ছে
  2019-04-10 16:40:44  cri
এপ্রিল ১০: এই বসন্তকালে চীনের কূটনীতিতে চলছে 'ইউরোপ ঋতু'। চলতি বছর চীনের সর্বোচ্চ নেতা সি চিন পিং প্রথম ইউরোপের তিনটি দেশ সফর করেন। এরপর চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংও ইউরোপ সফর করেন। এতে চীন ও ইউরোপের পারস্পরিক গুরুত্ব প্রমাণিত হয়। এই গুরুত্ব ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র নেতাদের দৃষ্টিতে অভূতপূর্ব।

গতকাল (মঙ্গলবার) বিকেলে প্রধানমন্ত্রী লি এবং ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্ড তুস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইউঙ্কার ব্রাসেলসে চীন-ইইউ'র নেতাদের ২১তম বৈঠকে অংশ নেন এবং যৌথ বিবৃতি প্রকাশ করেন। চীন-ইইউ নেতাদের বৈঠক হলো বর্তমানে চীন ও ইইউ'র মধ্যে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ ব্যবস্থা।

চীন ও ইউরোপের মতৈক্য ও স্বার্থ অনেক বিস্তৃত। এটি চীন ও ইউরোপের সহযোগিতা গভীর করার দৃঢ় ভিত্তি। চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

চীন ও ইউরোপের নেতারা এবারের বৈঠকে স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও সম্প্রসারিত করেছেন। বহুপক্ষবাদ ও স্বাধীন বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতা ও সহযোগিতা এবং আন্তঃযোগাযোগ জোরদার করাসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন রক্ষাকারী দু'টি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে শান্তিপূর্ণ উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন এবং বিশ্ব প্রশাসন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীন ও ইউরোপের সমন্বিত আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040