0412adda
|
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহের আড্ডার বিষয় হচ্ছে: বাংলা নববর্ষ
সুপ্রিয় শ্রোতা, পহেলা বৈশাখ পৃথিবীর সব বাঙ্গালির জন্য একটি বিশেষ দিন। পহেলা বৈশাখ হলো বাঙ্গালির প্রাণের নববর্ষ। আর তাই, চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা, 'শুভ নববর্ষ'। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সুস্মিতা দাস এবং মোঃ আবু শামা। তারা বর্তমান চীনের ল্যাঞ্জুরিজ এণ্ড কালচার বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা নিয়ে অধ্যায়ন করছেন। (স্বর্ণা/তৌহিদ/মুক্তা)