চীনের তৈরি দক্ষিণ শ্রিলংঙ্কার রেল এক্সটেনশন লাইনের প্রথম পর্যায় আনুষ্ঠানিকভাবে চালু
  2019-04-09 18:48:34  cri

এপ্রিল ৯: চীনা প্রতিষ্ঠানের তৈরি দক্ষিণ শ্রিলংঙ্কার রেল এক্সটেনশন লাইনের প্রথম পর্যায়ের প্রকল্পটি গতকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, শ্রিলংকারের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে কার্যকর সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। এ প্রকল্প শ্রিলংকার জনগণকে অনেক সুবিধা দেবে।

লু খাং বলেন, এ লাইনটি চালু হবার পর দক্ষিণ শ্রিলংকার পরিবহন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেবে। শ্রিলংকার জনগণ এই প্রকল্পের জন্য কৃতজ্ঞ এবং চীনের জনগণও এতে আনন্দিত।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040