আজকের টপিক প্রসঙ্গ: বর্জ্যের শ্রেণিবিন্যাস
  2019-04-09 14:32:28  cri


বর্জ্যের শ্রেণিবিন্যাস হচ্ছে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার একটি কার্যকর বৈজ্ঞানিক পদ্ধতি। আবর্জনার পরিমান বৃদ্ধি এবং পরিবেশগত অবস্থার অবনতির প্রেক্ষাপটে, বর্জ্যের শ্রেণিবিন্যাসের মাধ্যমে কীভাবে বর্জ্যসম্পদ পূনর্ব্যবহার করা যায়, আবর্জনার পরিমান কমানো যায়, এবং মানুষের বসবাসের পরিবেশের মান উন্নত করা যায়, তা এখন বিশ্বের সাধারণ মানুষের কাছে জরুরি একটি বিষয়। আজকের টপিক অনুষ্ঠানে, আমরা বর্জ্যের শ্রেনিবিন্যাস ও এসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আলিমুল হক।(স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040