চীন-পাক অর্থনৈতিক করিডোর পাকিস্তানের অর্থনীতির জন্য বোঝা নয়, কল্যাণকর: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-04-08 19:19:21  cri

এপ্রিল ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের অর্থনীতির জন্য বোঝা নয়, বরং কল্যাণকর।

লু খাং আরও বলেন, আন্তর্জাতিক পুঁজির ওপর নির্ভর করে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন একটি বৈশ্বিক পদ্ধতি, তা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি কার্যকর পথ। চীন-পাক অর্থনৈতিক করিডোরের প্রকল্পগুলিতে মাত্র ২০ শতাংশ ঋণ দিয়েছে চীন, বাকি ৮০ শতাংশ পুঁজি হলো চীনের সরাসরি বিনিয়োগ বা অফেরতযোগ্য সহায়তা।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষামূলক প্রকল্প। লু খাং বলেন, অর্থনৈতিক করিডোর নির্মাণের ৫ বছরে দশ হাজারেরও বেশি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ প্রকল্প পাক সরকার ও জনগণের কাছে জনপ্রিয় হয়েছে। আশা করা যায়, সংশ্লিষ্ট মিডিয়াগুলো প্রকৃত বাস্তবতা তুলে ধরবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040