'যে রাতে তোমার কথা মনে পড়ে'
  2019-04-08 11:16:21  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে কন্ঠশিল্পী কুয়ান চে'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮১ সালের ২৩ এপ্রিল চীনের চিলিন প্রদেশের চিলিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত-প্রযোজক। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'প্রেমের জন্য মেজাজ' শীর্ষক গান। গানটি একই নামের চলচ্চিত্রের থিম সং। চলচ্চিত্রটি ২০০০ সালে রিলিজ হয়। গানটি প্রথমে গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী লিয়াং ছাও ওয়েই। গুয়ান চে ২০১৪ সালে পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, তার কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গুয়ান চে'র কন্ঠে 'প্রেমের জন্য মেজাজ' শীর্ষক গান। ২০০৫ সালের অগাষ্টে তিনি শাংহাই'র ড্রাগন টিভি আয়োজিত সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দশ জনের তালিকায় স্থান পান। তিনি নিজের প্রযোজনায় দু'টি অ্যালবাম প্রকাশ করেন। তিনি অনেক টিভি সিরিজের থিম সং রচনা করেছেন। তিনি অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য অ্যালবাম প্রযোজনা করেছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'এতো সহজ না' শীর্ষক গান। গানটি নারী কন্ঠশিল্পী হুয়াং সিয়াও হু'র কন্ঠে গাওয়া এবং ২০০৯ সালে রিলিজ হয়। আজকের অনুষ্ঠানে আমি কুয়ান চে'র কন্ঠে গানটি শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কুয়ান চে'র কন্ঠে 'এতো সহজ না' শীর্ষক গান। ২০০৮ সালে তিনি বেইজিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান ও শাহাই বিশ্ব মেলার জন্য সংগীত রচনা করেন। ২০১২ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভিকেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে রাতে তোমার কথা মনে পড়ে' নামের গান শোনাবো। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গুয়ান চে'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী হু গে'র কন্ঠে 'বাতাস ওঠার সময়' নামের গান। তিনি ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বরে শাংহাই শহরের স্যুহুই এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ও কন্ঠশিল্পী। ১৯৯৬ সালে ১৪ বছর বয়সী হু গে শাংহাই শিক্ষা টিভি চ্যানালের ছোট হোস্টের কাজ শুরু করেন। ২০০৫ সালে তিনি শাংহাই থিয়েটার একাডেমির পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বছরে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০১৬ সাল থেকে তিনি টিভিতে গান গাওয়া শুরু করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'বাতাস ওঠার সময়' শীর্ষক গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হু গে'র কন্ঠে 'বাতাস ওঠার সময়' নামের গান। এখন আমি আপনাদেরকে হুয়াং বো'র কন্ঠে 'আগেও আমি তোমার মতো ছিলাম' নামের গান শোনাবো। তিনি ১৯৭৪ সালের ২৬ অগাষ্টে শানতুং প্রদেশের ছিংদাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, চলচ্চিত্রের এডিটার ও কন্ঠশিল্পী। তিনি চীনা চলচ্চিত্র প্রযোজক সমিতির ভাইস চেয়ারম্যান। তিনি বেইজিং ফিল্ম একাডেমির পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক হন। তিনি ২০০০ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০০৯ সালে তিনি চীনের তাইওয়ানের ৪৬তম গোল্ডন হোর্স শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। 'আগেও আমি তোমার মতো ছিলাম' নামের গান ২০১৫ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং বো'র কন্ঠে 'আগেও আমি তোমার মতো ছিলাম' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী হুয়াং ইয়ৌ মিংয়ের কন্ঠে 'বসন্ত আলো' নামের গান শোনাবো। তিনি ১৯৬২ সালের ১৬ জুন হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ১৯৮৫ সালে তিনি অন্য একজন কন্ঠশিল্পীর সঙ্গে একটি গ্রুপ গড়ে তোলেন। ১৯৮৭ সালে গ্রুপটি অ্যালবাম প্রকাশ করে। ১৯৯০ সালে গ্রুপটি ভেঙ্গে যায়। ১৯৯১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তাঁর কন্ঠের গান ৩৪তম হংকং চলচ্চিত্র ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ চলচ্চিত্রের থিম সংয়ের পুরস্কার লাভ করে। আশা করি, আপনারা 'বসন্ত আলো' নামের গান পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040