বিশ্ব স্বাস্থ্য দিবস
  2019-04-08 11:12:47  cri


১৯৪৬ সালের ২২ জুলাই জাতিসংঘে 'আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন' অনুষ্ঠিত হয়। ৬০টিও বেশি দেশ সম্মেলনে 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা সনদ' স্বাক্ষর করে। সনদটি ১৯৪৮ সালের ৭ এপ্রিল কার্যকর হয়। ১৯৪৮ সালের জুন মাসে জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘের প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে প্রতিবছরের ২২ জুলাই 'বিশ্ব স্বাস্থ্য দিবস' হিসেবে নির্ধারিত হয়। কিন্তু এদিন বিশ্বের অধিকাংশ দেশের গ্রীষ্মকালীন ছুটি। সেজন্য পরবর্তী বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় সম্মেলনে ১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারিত হয়। ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের জন্য একটি থিম নির্বাচন করে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া, বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যের যত্ন নিতে উত্সাহিত করা, এবং সর্বোপরি মানবজাতির স্বাস্থ্যের মান উন্নত করা। বিশ্ব স্বাস্থ্য দিবসের সময় চীনসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সদস্যদেশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।

১৯৫০ সালে প্রথম বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল 'আপনার চারপাশের স্বাস্থ্যসুবিধা সম্পর্কে জানুন' এবং ২০১৮ সালের প্রতিপাদ্য ছিল 'জাতীয় স্বাস্থ্য কভারেজ: সবাই, সর্বত্র'

এ বছরের প্রতিপাদ্য: 'জাতীয় স্বাস্থ্য কভারেজ'

গতকাল (রোববার) ছিল ৭০তম বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছরে চীনের প্রতিপাদ্য হল: 'প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য এবং সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠন করা'।

চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীনের প্রতিনিধি কাও লি বলেন, চলতি বছর চীনের দরিদ্র অঞ্চলগুলোতে চিকিত্সা খাতে সংস্কার-কার্ক্রম জোরদার করা হয়েছে। চিকিত্সা ব্যবস্থার উন্নয়ন, চিকিত্সার ব্যয় নিয়ন্ত্রণ, চিকিত্সকদের বেতন-ভাতা বৃদ্ধি, সরকারি হাসপাতালের বহুমূখী সংস্কার ইত্যাদি খাতে অনেক অগ্রগতি হয়েছে, যা চীনের জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040