৫ বছরে বাংলাদেশে ৯০ হাজার অগ্নিকাণ্ড
  2019-04-07 18:08:13  cri

গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৯০ হাজার ছোটবড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে তিনশো মানুষ। আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার কোটি টাকার।

রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শতাধিক ভবন মারত্মক অগ্নিঝুঁকিতে রয়েছে। আর রাজধানীর ৮৫ ভাগ ভবনেই রয়েছে অগ্নিঝুঁকি। নগরপরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, আইন না মানা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে সৃষ্টি হয়েছে এ ঝুঁকি। এ বিপদ থেকে বাঁচতে রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তাদের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040