চীনের সরকারি বৃত্তি ২০১৯-এ আবেদনকারী বাছাইকৃত বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত
  2019-04-07 15:56:35  cri

এপ্রিল ৭: ২০১৯ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে চীনে লেখাপড়া করতে আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এ সাক্ষাত্কারের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ১১০ জনের মধ্যে ৫২ জন এ বছর চীনে লেখাপড়ার সুযোগ পাবে।

বাংলাদেশে চীনের দূতাবাস ও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ সাক্ষাত্কারের আয়োজন করেছে। এ বছর ১৩০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীন সরকারের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করে। প্রাথমিক বাছাইয়ের পর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ১১০ জনকে সাক্ষাত্কারের সুযোগ দেয়।

১৯৭৬ সালে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় শুরু হয়। এ পর্যন্ত, কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তির মাধ্যমে চীনে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। বেশিরভাগ আবেদনকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ প্রকৌশল, ইলেকট্রনিক প্রকৌশল, চীনা ভাষা ও সংস্কৃতি এবং ব্যবসায় প্রশাসন ইত্যাদি বিষয়ে অধ্যয়নে আগ্রহী।

চীনা অর্থনীতির উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনা সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী তাদের প্রথম পছন্দ হিসাবে চীনে পড়াশোনা করার আগ্রহের কথা জানিয়েছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040