তথ্যপ্রযুক্তি খাতে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চায় পাকিস্তান
  2019-04-06 18:56:24  cri

এপ্রিল ৬: তথ্যপ্রযুক্তি খাতে চীন বিশাল সাফল্য অর্জন করেছে এবং দেশটি বিশ্বের উন্নত তথ্যপ্রযুক্তির অধিকারী দেশ। তাই এই খাতে চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী পাকিস্তান। পাশাপাশি এ খাতে বরাদ্দ বাড়াবে ইসলামাবাদ।

গতকাল (শুক্রবার) পাক প্রেসিডেন্ট আরিফ আলভি চীনের তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়েই এবং পাকিস্তানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি'র উদ্যোগে আয়োজিত এক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে একথা বলেছেন।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে চীন। প্রযুক্তিগত কর্মী প্রশিক্ষণে পাকিস্তান ভবিষ্যতে প্রযুক্তি শিক্ষা ও নৈপুণ্য উন্নয়নের সমন্বয় ঘটাতে চায়।

পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং বলেন, যে কোনো দেশের উন্নয়নের জন্য শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। চীন পাকিস্তানের সমাজ ও জীবিকা উন্নয়নে নজর রাখছে। পাকিস্তানের চলমান সংস্কারকে সম্মান করে চীন।

উল্লেখ্য, এই আইসিটি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। পাক প্রেসিডেন্ট এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ চীন ও পাকিস্তানের বিভিন্ন মহলের তিন শতাধিক মানুষ এতে যোগ দেন। (লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040