চীন-পাক প্রতিনিধিরা কেকেএইচ সড়ক প্রকল্পে প্রাণ হারানো চীনা শ্রমিকদের সমাধি পরিষ্কার করেছেন
  2019-04-06 18:41:44  cri

এপ্রিল ৬: গতকাল (শুক্রবার) কেকেএইচ কারাকোরাম হাইওয়ে বা কেকেএইচ নির্মাণ প্রকল্পে প্রাণ হারানো চীনা শহিদদের সমাধি পরিষ্কার করেছেন চীন-পাক প্রতিনিধিরা। পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস, চীনের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, চীনের গণমাধ্যম ও পাকিস্তানে অধ্যয়নরত চীনা শিক্ষার্থী প্রতিনিধি এবং পাক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পাকিস্তানের গিলগিট শহরের ভাইস মেয়র সামিউল্লাহ ফারুক সমাধি পরিচ্ছন্নকরণ অনুষ্ঠানে এক ভাষণে বলেন, আমরা এখানে মিলিত হয়ে কেকেএইচ সড়ক নির্মাণ প্রকল্পে প্রাণ হারানো চীনাদের স্মরণ করছি। এই কবরস্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ, এখানে পাকিস্তান ও চীনের আন্তরিক মৈত্রী প্রতিফলিত হয়েছে। দু'দেশের মৈত্রী আরও গভীর হবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৮ সালে কেকেএইচ প্রকল্প চালু হলে পাক সরকার এই সড়ক নির্মাণ প্রকল্পে প্রাণ হারানো চীনা কর্মীদের স্মরণে এই শহীদ-কবরস্থান গড়ে তোলে। নিহত ৮৮ জন চীনাকে গিলগিটের উপকণ্ঠের ওই কবরস্থানে সমাধিস্থ করা হয়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040