চীনের উদীয়মান বাজারে মূলধন প্রবাহ অব্যাহত থাকবে: আন্তর্জাতিক ফাইনান্স অ্যাসোসিয়েশন
  2019-04-06 16:23:56  cri
এপ্রিল ৬: ওয়াশিংটনে অবস্থিত আন্তর্জাতিক ফাইনান্স অ্যাসোসিয়েশন গতকাল (শুক্রবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চীনের উদীয়মান বাজারে মূলধন প্রবাহ এ বছর ১.২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট দেখা যায়, এ বছর চীনে বিদেশি মূলধন প্রবাহের পরিমাণ প্রায় ৫৭৫ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অন্যান্য উদীয়মান বাজার অর্থনীতির দেশগুলিতে মূলধন প্রবাহের পরিমাণ সম্মিলিতভাবে প্রায় ৬৮৫ বিলিয়ন ডলার। আইএফসি জানায়, উদীয়মান বাজারগুলিতে বিদেশি মূলধন প্রবাহ অব্যাহত থাকবে।

প্রতিবেদনে ধারণা করা হয়, চলতি ও আগামী বছর চীনে গড় বার্ষিক সরাসরি বিদেশি নিট বিনিয়োগ হবে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। সেইসঙ্গে, গত দুই বছরে চীনের বন্ড মার্কেট বিপুল পরিমাণ মূলধন আকর্ষণ করেছে। চলতি এপ্রিল থেকে চীনা বন্ডগুলি আনুষ্ঠানিকভাবে ব্লুমবার্গ বার্কলেস গ্লোবাল কম্পোজিট ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও ধারণা করা হয়, চীনের পুঁজি বাজারে নিট অর্থ প্রবাহ চলতি ও আগামী বছর যথাক্রমে ১০৫ বিলিয়ন এবং ১১০ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছাবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040