বাংলাদেশে মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পে চুক্তি স্বাক্ষর করেছে চীনের কোম্পানি
  2019-04-06 15:57:12  cri

এপ্রিল ৬: চীনের কনস্ট্রাকশন সেভেন্থ ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্পোরেশন লিমিটেড গত বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন ব্যুরোর সঙ্গে দেশের উত্তরাঞ্চলে চার লেনের মহাসড়ক সম্প্রসারণ প্রকল্প নির্মাণে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক করিডোর, বঙ্গোপসাগরীয় বহুমুখী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প এবং আঞ্চলিক সহযোগিতার দক্ষিণ এশীয় সমিতির 'সড়ক নির্মাণ কার্যক্রমের' একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ খাতে চীনের কোম্পানিটির সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষরিত হলো।

প্রকল্প নির্মাণে বাংলাদেশ মহাসড়ক ব্যুরো এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থ বরাদ্দ দেবে। চুক্তির পরিমাণ প্রায় ২২০ মিলিয়ন ডলার। বগুড়া জেলার মোকামতলা থেকে রংপুর পর্যন্ত দুই লেনের রাস্তাটিকে চার লেনের সড়কে সম্প্রসারণ করা হবে। এ মহাসড়কের মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার। প্রকল্পের মেয়াদ তিন বছর।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040