সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ
  2019-04-05 17:32:00  cri

গত ২৩ মার্চ দিবাগত রাত ১টার দিকে শনিবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা তাঁর জন্য উত্সর্গ করছি। শাহনাজ চলে গেলেও রয়ে গেছে তার মধুঝরা কণ্ঠের কালজয়ী গানগুলো। দীর্ঘ ৫০ বছর গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। বিবিসি'র জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানই চারটি। তিনি চলে গেলেও তার 'এক নদী রক্ত পেরিয়ে', 'একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়', 'একতারা তুই দেশের কথা বল রে এবার বল', 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ' কালজয়ী গানগুলো টিকে থাকবে বাংলাদেশে। তাঁর সংগীত জীবনের শেষ দিকে এসে গানের জগত থেকে নিজেকে আড়াল করে নেন তিনি। তবে শ্রোতাদের ভালোবাসাকে জীবনের সেরা প্রাপ্তি বলে উল্লেখ করেন শাহনাজ। দেশাত্ববোধক গানগুলো তাঁর সবচেয়ে প্রিয় বলে জানিয়েছিলেন তিনি।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040