চীন-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা রাষ্ট্রদূতের প্রবন্ধ প্রকাশ
  2019-04-05 17:08:10  cri

এপ্রিল ৫: চীন-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই ভারতীয় পত্রিকা 'দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, যদিও চীন-ভারত সম্পর্কে বাধাবিপত্তি দেখা যায়, তবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সবসময়ই দু'দেশের প্রধান প্রবণতা।

তিনি জোর দিয়ে বলেন, দু'দেশের নেতাদ্বয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছেন। দু'দেশের সম্পর্ক এখন আরও পরিপক্ক ও শক্ত। সাংস্কৃতিক বিনিময় দু'দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন টানা কয়েক বছর ধরে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে দু'দেশের সহযোগিতা সম্পর্ক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগায়।

প্রবন্ধে তিনি আরো উল্লেখ করেন, আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দু'দেশের উচিত্ মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের উদ্দেশ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040